বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ |
৬:০৯ অপরাহ্ণ | 794
কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ১২ জন পুরুষ ও মহিলা নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
বুধবার (১১জুন) মধ্য রাতে তাঁদের করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে কুলাউড়া স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।
নতুন করে করোনায় আক্রান্ত ১২ জনের মধ্যে কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার ফাতেমা, রাজু, তাহমিনা, রুমা, নিশাত, নাসির ও সাদিয়া রহমানসহ ৭ জন এবং বরমচাল ইউনিয়নের নন্দননগর এলাকার অংকন চক্রবর্তী, অংকুশ চক্রবর্তী, পপি চক্রবর্তী, ঐশী চক্রবর্তী ও আম্বিয়া চক্রবর্তীসহ ৫ জন। এনিয়ে মোট ১২ জনে কোভিড-১৯ এর পজিটিভ রিপোর্ট গতকাল বুধবার রাত ১ টায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছে। ১২জনই উপজেলার দুই পরিবারের সদস্য।
এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
তাঁদের ১২ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে লকডাউন শিথিল করায় অবাধে স্বাস্থ্য বিধি না মেনে জনসাধারণের অযথা যত্রতত্র ঘোরাফেরার কারণে কুলাউড়া উপজেলায় করোনা (কোভিড-১৯) পজিটিভ রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে করোনা (কোভিড-১৯) পজেটিভ রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনের চলার কোন বিকল্প নেই।