কুলাউড়ায় দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার প্রতিষ্টাবার্ষিকী পালন

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০ | ৪:০১ অপরাহ্ণ | 592

কুলাউড়ায় দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার প্রতিষ্টাবার্ষিকী পালন

‘সাহসিকতার সাথে সাত পেরিয়ে আটে’ কুলাউড়ায় জাতীয় দৈনিক আমার সংবাদের প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ (১২ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১১ টায় কুলাউড়া প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজের বখস্ এর সভাপতিত্বে ও দৈনিক আমার সংবাদ কুলাউড়া প্রতিনিধি এইচ. ডি রুবেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানা অফিসার (ইনচার্জ) ইয়ারদৌস হাসান, সিপিবির মৌলভীবাজার জেলার শাখার সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজামান সজল ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, বাংলাদেশ সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিটের সভাপতি আব্দুল মুক্তাদির, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির উপদেষ্টা ও কেবিসি নিউজের বার্তা সম্পাদক এম. আতিকুর রহমান আখই।

এছাড়াও কাতার ওয়েলফেয়ার এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন, টাইম টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তারেক হাসান, ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন কুলাউড়ার সহ-সভাপতি রবিউল আউয়াল মিন্টু, প্রিয় বাংলা সম্পাদক নাজমুল বারী সোহেল, আজকালের কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া মুক্ত স্কাউট সভাপতি মো. মোর্শেদ আলম ও সাধারণ সম্পাদক মো. সামসুদ্দিন বাবু প্রমুখ। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com