নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া:: কুলাউড়া দক্ষিণ বাজার এলাকার ৫ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সাবেক কাউন্সিলর মরহুম মাহবুবুল আলম মাক্কুর পিতা মরহুম হাজী জহির আলী এভিনিউ এর পক্ষ থেকে কুলাউড়া পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর সাইফুর রশীদ সুমন ও তাসলিমা সুলতানা মনিকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
গত (১৫ই ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে ডিলাইট পার্টি হলে মামনুর আহমেদের সভাপতিত্বে ও সংগঠক শহিদুল ইসলাম তনয় এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জহির আলি এভিনিউ অন্যতম আব্দুল কাইয়ুম ময়ুব, বিশেষ অতিথি বক্তব্য রাখেন সংবর্ধিত কাউন্সিলর সাইফুর রশীদ সুমন, কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় তরুন সংঘের সভাপতি আবুল খয়ের, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক শাকির আহমেদ, প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া বালিকা উচ্ছ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ৫ নং ওয়ার্ডে বাসিন্দা জামাল আহমেদ, মনির আহমেদ, ব্যবসায়ী মাছুম আহমেদ,ব্যবসায়ী জামান আহমেদ, শাফি খান, সংগঠন সামছুল ইসলাম, ইছাক আহমেদ,ফরহাদ আহমেদ,সায়েম আহমেদ, তানভির মাহতাব ফাহিম,সিপিএর কোষাধ্যক্ষ সম্পাদক সুলাভ আহমেদ,সাজেদুল বারী দোয়েল প্রমুখ।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী জহির আলী এভিনিউর অন্যতম সংগঠন সুমন আলীর নিজ উদ্যোগে এ আয়োজন করা হয়।
Development by: webnewsdesign.com