কুলাউড়ায় তিন শত প‌রিবারের মা‌ঝে এক মা‌সের খাদ্য সামগ্রী বিতরণ ‌

রবিবার, ২৬ এপ্রিল ২০২০ | ১০:৪৮ অপরাহ্ণ | 515

কুলাউড়ায় তিন শত প‌রিবারের মা‌ঝে এক মা‌সের খাদ্য সামগ্রী বিতরণ ‌

কুলাউড়ায় বরমচাল ইউ‌নিয়নে তিন শত প‌রিবারের মা‌ঝে এক মা‌সের খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছে মোল্লাবা‌ড়িস্থ ইসলাম ফাউ‌ণ্ডেশন ট্রাস্ট। শুক্র ও শ‌নিবার (২৪ ও ২৫ এ‌প্রিল) দুই‌দিন ব্যাপী মোল্লাবা‌ড়ির মরহুম সে‌লিম আহম‌দের ছে‌লে রাহাত ইসলা‌মের তত্ত্বাবধা‌নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এক‌টি প‌রিবা‌রের খাদ্য সামগ্রীর তা‌লিকায় ছি‌লো ২০ কে‌জি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার সয়া‌বিন তেল, ৫ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি খেজুর। মোট সা‌ড়ে ৬ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ফাউ‌ণ্ডেশ‌নের সা‌র্বিক তত্ত্বাবধায়ক রাহাত ইসলাম জানান, এক‌টি প‌রিবার যা‌তে মাসখা‌নেক এই উপহা‌রে চল‌তে পা‌রে সেই কথা মাথায় রে‌খে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে। আমরা এই ফাউ‌ণ্ডেশ‌নের উ‌দ্যো‌গে আগামী‌তে আরও খাদ্য সামগ্রী দেয়ার চিন্তা কর‌ছি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com