কুলাউড়ায় জেঁকে বসছে শীত, রোগ আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ | ৮:৫২ অপরাহ্ণ | 227

কুলাউড়ায় জেঁকে বসছে শীত, রোগ আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা

ইউসুফ আহমদ ইমন:: সারা দেশে জেঁকে বসছে শীত। কোথাও কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঠান্ডা বাতাসে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। ডিসেম্বর মাসের শুরু থেকে তাপমাত্রা ক্রমশ কমছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আসতে পারে আরও শৈত্যপ্রবাহ। কুয়াশায় ঢাকা পড়েছে কুলাউড়া উপজেলার বিভিন্ন অঞ্চল। কিছু জায়গায় সকাল থেকে রোদের দেখা মিললেও শীতের তীব্রতা বেশি। অনেকটা হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ।

মৌলভীবাজার জেলার কুলাউড়াসহ ৭ উপজেলায় হিমেল বাতাসে কাবু সব বয়সী মানুষ। আগুন জ্বালিয়ে গ্রামের সাধারণ মানুষ শীত নিবারণের চেষ্টা করছেন। ভোর ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। হিম বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। কাজ ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। বেশি ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। সামনে ঠান্ডার তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শিশুরোগী সাথে বাড়ছে বয়স্করোগীর সংখ্যা। সরেজমিনে দেখা গেছে রবিবার (২৬ ডিসেম্বর) শীতজনিত রোগে কয়েক শতাধিক রোগী চিকিৎসা  নিয়েছেন। এদের মধ্যে অনেকে ভর্তি থেকে চিকিৎসা চালাচ্ছেন। তবে বেশির ভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলেগেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
সন্ধ্যা নামতেই শীতের তীব্রতা বেড়ে যাওয়া নিম্ন আয়ের মানুষজন শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে। শীত বস্ত্রের অভাবে অনেকেই কাজে যোগ দিতে পারছে না। আবার যারা কাজে যাচ্ছেন তাদের সন্ধ্যা নামতেই প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরতে হচ্ছেন। তারা বলছেন, শীতের কাণে জীবনচলা ধীরগতি হয়ে পড়েছে। সব মিলিয়ে শীতের প্রকোপ বাড়ায় ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, মৌলভীবাজার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।



আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com