নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে মিঠুপুর ক্রিকেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কুলাউড়া শাখার সভাপতি মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, ভাটেরা ইউনিয়ন চেয়ারম্যান একে এম সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি ও টুর্নামেন্টের আহবায়ক রবিউল আউয়াল মিন্টু, খালেদ সাইফুল্লাহ অঞ্জন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম জনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাওছার হোসেন বাবলুসহ কোয়াবের সকল সদস্যবৃন্দ প্রমুখ।
উদ্বোধনী খেলায় ৪টি দল অংশগ্রহণ করে গাজীপুর ক্রিকেট ক্লাব বনাম জগনাৎপুর স্পোটিং ক্লাব, সোনালী ক্রিকেট ক্লাব বনাম রাজীব স্মৃতি সংঘ।বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com