কুলাউড়ায় কর্মহীন পরিবারকে গোপনে উপহার সামগ্রী দিচ্ছে আব্দুল বারী স্মৃতি সংসদ। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কার্যত লকডাউনে সারা দেশ। এমতাবস্থায় কর্মহীন হয়ে পড়েছে দেশের প্রায় সকল পরিবার।
তন্মধ্যে কর্মহীন হয়ে বেশ কষ্টে দিনাতিপাত করছেন নিম্ন আয়ের মানুষ। এই কর্মহীন অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে কুলাউড়ার সামাজিক সংগঠনটি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলায় অসহায় ১৩টি পরিবারের মধ্যে খাদ্য বিতরন করা হয়েছে। কোন জনসমাগম ছাড়া নীরবে নিশ্চুপে কর্মহীন পরিবারের দ্বারে দ্বারে পৌচ্ছে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। পরিবারের সদস্যদের অর্থায়নে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আব্দুর বারী স্মৃতি সংসদের পরিচালক আজিজুল বারী কাবেল।
খাদ্য বিতরণের সময় অন্যান্যের উপস্থিত ছিলেন, ব্যবসায়ী কল্যান সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাজমুল বারী সোহেল, সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল আলম, সংঠনের পরিচালক জাহেদা বারী পলি, তাসলিমা সুলতানা মনি প্রমুখ। উল্লেখ্যঃ ২০০৫ সালের ১০ অক্টোবোর ৬ই রমজান মরহুম আব্দুল বারী কুটুর মৃত্যু বরন এ উপলক্ষে গত (৬ই রমজান) পরিবারে পক্ষথেকে এ আয়োজন করা হয় বলে জানা যায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com