বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ |
১১:৩২ অপরাহ্ণ | 998
জুনাইদ কবির
দুর্বার তুমি ;নির্ভিক তুমি
দূর্সাহসি প্রতিভা তোমার,
তোমার মাঝেই বিকশিত
আমার সোনার বাংলা।
হাজার ভয়কে জয় করে
অজস্র বাধা পেরিয়ে,
দেশের সকল স্তরকে তুলে ধর
সমগ্র জাতির কাছে।
তোমার মাঝেই বিকশিত হয়
আমার স্বাধিন বাংলা,
স্বাধিন বাংলাকে তুমি আগলে রাখো
তোমার লেখার মাঝে।