কলম সৈনিক

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ | ১১:৩২ অপরাহ্ণ | 948

কলম সৈনিক

জুনাইদ কবির

দুর্বার তুমি ;নির্ভিক তুমি



দূর্সাহসি প্রতিভা তোমার,

তোমার মাঝেই বিকশিত

আমার সোনার বাংলা।

হাজার ভয়কে জয় করে

অজস্র বাধা পেরিয়ে,

দেশের সকল স্তরকে তুলে ধর

সমগ্র জাতির কাছে।

তোমার মাঝেই বিকশিত হয়

আমার স্বাধিন বাংলা,

স্বাধিন বাংলাকে তুমি আগলে রাখো

তোমার লেখার মাঝে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com