নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: দেশব্যাপী করোনা মহামারী থেকে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পেশাজীবি মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় কুলাউড়া শহরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ এনামুল হক মিফতা ও সাধারণ সম্পাদকের এহসান আহমেদ টিপু এর নেতৃত্বে বাজারের ব্যবসায়ীসহ রাস্তায় চলাচলরত ভ্যান রিক্সা চালক, পথচারী, দিনমজুর ও সাধারণ কয়েকশ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণে কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com