কমলগঞ্জে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে পালানোর সময় আটক!

মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯ | ১২:৩৬ পূর্বাহ্ণ | 674

কমলগঞ্জে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে পালানোর সময় আটক!

স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে পালানোর সময় গত ১৮ আগষ্ট রাতে প্রেমিকের বন্ধুসহ আটক হয়েছেন এক সন্তানের জননী তুষ্টি রানী পাল (২৩)। আটক তুষ্টি রানী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের পালপাড়ার মৃত দিলীপ পালের পুত্রবধূ। তুষ্টি রানীর স্বামীর নাম দুলন পাল দুলু(৩০)।

শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা খালাতো ভাই প্রেমিক সংগ্রাম পালের(২৭) সঙ্গে তুষ্টি রানী রাত ১০টায় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ধাওয়া করলে প্রেমিক পালিয়ে যেতে সক্ষম হলেও গৃহবধূ ও প্রেমিকের বন্ধুকে আটক করেন স্থানীয় জনতা।



খবর পেয়ে মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলী ও কমলগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ সুরমান আলী ওই দিন রাত ১২টায় সরেজমিনে বিষয়টি প্রত্যক্ষ করেন। ঘটনার সত্যতা পেয়ে তারা কমলগঞ্জ থানায় অবহিত করলে গৃহবধূ তুষ্টি রানীসহ প্রেমিকের বন্ধুকে নিয়ে যায় কমলগঞ্জ থানা পুলিশ।

তুষ্টি রানীর কাছ থেকে পাওয়া তথ্য মতে, বিয়ের আগে থেকেই খালাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো তার। প্রেমিকার বিয়ের পরও তাদের সম্পর্কে ভাটা পড়েনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী স্বামী দুলন পাল দুলু ভানুগাছ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেলে খালাতো ভাইয়ের পরিচয়ে তুষ্টি রানীর শ্বশুরবাড়ী আসেন প্রেমিক সংগ্রাম। নির্জন বাড়িতে চলে অনৈতিক কর্মকাণ্ড। প্রায় দুই বছর পর এই অনৈতিক প্রেমের সমাধি ঘটে স্থানীয় জনতার হাতে।

দুলন পালের প্রথম স্ত্রী সন্তান প্রসবের সময় মারা গেলে এক সন্তানের জনক দুলন পাল দুলু নিজের অজান্তেই অন্যজনের প্রেমিকাকে বিয়ে করেন। প্রতিবেদনটি লেখার পূর্ব পর্যন্ত গৃহবধূ ও প্রেমিকের বন্ধু থানায় আটক রয়েছেন বলে থানা সূত্রে জানা যায়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com