আপডেট

x

কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | ১০:৪৫ অপরাহ্ণ | 269

কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৮ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর (টিলাগাঁও) গ্রামে বাড়ির রান্নাঘরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিন মজুর মিনার মিয়ার ও তার পরিবার সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লে মেয়ে সালমা বেগম (১৪) সকালে রান্না ঘরে গিয়ে ছোট ভাইদের জন্য নাস্তা তৈরী করতে যায়। এসময় একটি ভাঙ্গা বোর্ডে সুইচ টিপার সাথে সাথে সে বিদ্যুতায়িত হয়ে হাল্লা চিৎকার করতে থাকে। এসময় তার মা নাজমা বেগম ঘুম থেকে উঠে দেখেন মেয়েটি বিদ্যুতায়িত হয়েছে। তার বাবা ঘুম থেকে উঠে দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সালমা ইসলামপুর ইউনিয়নের পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com