মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও শ্রেণি কার্যক্রমের গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিবদের উদ্বুদ্ধকরণ কর্মশালা বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় আদমপুর ইউনিয়নের তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার (পদোন্নতিপ্রাপ্ত সহ: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বান্দরবান) মো: মোশারফ হোসেন।
আদমপুর ও রাণীরবাজার ক্লাস্টারের সভাপতি ও প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে সহকারি উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: ইকবাল হোসেন। আলোচনায় অংশ নেন এসএমসি সভাপতি হাজী জয়নাল আবেদীন, তাজ উদ্দিন, মো. আব্দুল সুবহান, আব্দুল মুমিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, চিৎলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিবানন্দ কৈরী, জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আক্তার, রানীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎনা রানী সিনহা প্রমুখ। কর্মশালায় কমলগঞ্জের আদমপুর ও রাণীরবাজার ক্লাস্টারের ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
Development by: webnewsdesign.com