আপডেট

x

অর্ধশতাধিক লোকের ভোগান্তি

কমলগঞ্জে দুবছর ধরে সাত পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

রবিবার, ১৮ আগস্ট ২০১৯ | ৭:০১ অপরাহ্ণ | 534

কমলগঞ্জে দুবছর ধরে সাত পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামের সাত পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি প্রতিপক্ষরা বিগত দু’বছর ধরে বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফলে স্কুল, মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ অর্ধশতাধিক লোকের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় ভুক্তভোগিদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার রাজকান্দি বন সংলগ্ন সরকারি জমি উপর রাস্তা দিয়ে ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদাশী গ্রামের রফিক মিয়া, ইব্রাহিম মিয়া, ছাবির মিয়া, কবির মিয়া, আজমল মিয়া, রকিব আলী ও রহিম মিয়া এবং তাদের পরিবার সদস্যরা শতবর্ষ ধরে ব্যবহার করে আসছেন। গত দুই বছর ধরে গ্রামের মছদ্দর আলীর ছেলে কছির মিয়া, রশিদ মিয়া ও বছির মিয়া রাস্তাটি বন্ধ করে দেন। ফলে সাত পরিবারের অর্ধশতাধিক লোক স্কুল ও মাদ্রাসা পড়–য়া কোমলমতি শিক্ষার্থীরা কাঁদামাটি অতিক্রম করে বিদ্যালয়ে যাতায়াত করছেন। বই, খাতা পানিতে ভিজে বিনষ্ট হচ্ছে এবং চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার লোকজনকে অবহিত করলেও কোন সুরাহা হয়নি। এ বিষয়ে গত ২৫ ফেব্রুয়ারী প্রথম দফা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দাখিল করেন। কোন কাজ না হওয়ায় সর্বশেষ রোববার (১৮ আগষ্ট) সাত গ্রামবাসীর স্বাক্ষরিত আবেদন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করেন।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের সাথে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com