বাবা আমার বাবা তুমি আমার সব,
তোমার দেওয়া শিক্ষায় নিয়ে গড়ব ভবিষ্যৎ।
ভালোবাসি বাবা তোমায় কখনও ভুলি না;
তুমি আছো হৃদয় মাঝে তোমায় ভুলা যাবে না।
তুমি ছাড়া বাবা আজ আমার হৃদয় ক্ষত-বিক্ষত,
তুমি নেই দেখে আজ খেলছে ওরা দাবা!
বাবা তুমি ছিলে যখন মহান প্রভুর ভবে;
কষ্ট নামক কাল নাগিনীর আঁচড় পাইনি তবে।
জানি বাবা উপর থেকে দেখছো তুমি সবই,
কী পরিমাণ কষ্টে পেয়ে আজ হয়ে গেলাম কবি!
২০১৪ সাল ডিসেম্বরের প্রথম শুক্রবারে;
প্রভুর ডাকে সারা দিয়ে চলে গেলে তাঁহার দরবারে।
ওপারে তুমি ভালো থেকো প্রার্থনা করি শত,
ফিরে তো আর আসবে নাকো আমার প্রিয় বাবা।
দমে দমে দোয়া করি তাই প্রভুর দরবারে;
গোরস্তানে জ্বলুক তোমার কোটি নূরের আলো।
লেখক:
সদস্য, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটি।
প্রতিনিধি, সাপ্তাহিক সংলাপ পত্রিকা।
কুলাউড়া, মৌলভীবাজার।
Development by: webnewsdesign.com