প্রভু তুমি দয়া কর,
এতিম এ বান্দা বড় অসহায়।
পথ হারা পথিক আমি, কেঁদে কেঁদে ডাকি তোমায়
এতিম এ বান্দা বড় অসহায়।
কালো মেঘে ঢাকা আজ, আমার মনের আকাশ
নতুন ভোরের উদয় করে, কর এই আঁধার বিনাশ।
এই অমানিশা দূর কর, তোমার ও আলোক ছটায়
এতিম এ বান্দা বড় অসহায়।
আর কত দিন সইবো আমি, লোভী প্রতারকদের হয়রানি
নিজার্তিত হয়ে আজ, বড় অসহায় হয়ে কাঁদছি আমি।
আমার এ ফরিয়াদ ও প্রভু, আজ তুমি মঞ্জুর কর।
প্রভু তুমি দয়া কর, এতিম এ বান্দা বড় অসহায়।
লেখক:
এস এ কাওছার
প্রতিনিধি, সাপ্তাহিক সংলাপ পত্রিকা কুলাউড়া, মৌলভীবাজার
Development by: webnewsdesign.com