দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত। প্রাথমিক পর্যায় যোগ্য করে গড়ে তুলতে পারলে শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। তবে যেসব প্রতিষ্ঠান খারাপ করেছে, সেগুলোর দিকে নজর দেওয়া জরুরি। সরকারকে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, হবে যোগ্য শিক্ষকের বিকল্প নেই। শিক্ষার মান নির্ভর করে তাদের উপর ।এবার যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিনন্দন জানান অনলাইন গণমাধ্যম ২৪ টুডে নিউজের সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ)। তাদের উচ্চশিক্ষা গ্রহণের পথ মসৃন ,সুন্দর হোক। যারা পাশকরতে পারেনি তাদের হতাশ হলে চলবে না। আর যাদের ফল আশানুরূপ হয়নি। তাদেরও মনোবল হারালে চলবে না।তাদের পাশে আমাদের দাড়াতে হবে।কারন মনে রাখতে হবে, তাদের এখনো চলার অনেক পথ বাকি। তাদেরকে বোঝাতে হবে,একবার ফল খারাপ হওয়া মানে জীবন থেমে যাওয়া নয়।
এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার পাসের হার বেড়েছে । পাস করেছে ৭৩.৯৩ শতাংশ শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে মোট ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৬৬.৬৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। এবার পাসের হার বেড়েছে ৭.২৯ শতাংশ। জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ২৪ জন। তবে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com