ইউএনও করোনায় আক্রান্ত!

বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | ৮:৫৭ অপরাহ্ণ | 558

ইউএনও করোনায় আক্রান্ত!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া হাজীগঞ্জ উপজেলার আরেকজনসহ জেলার মোট দুজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত ইএনও তার নিজ বাসভবনে থেকে চিকিৎসা সেবা নেবেন। তার অফিস রুম ও বাসভবন লকডাউন করা হয়েছে। একই সঙ্গে তার সংস্পর্শে আসা ১২ জনের নমুনা সংগ্রহ করা হবে।

তিনি বলেন, চাঁদপুরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ জন। এর মধ্যে দুজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং ৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৮ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com