নিজস্ব প্রতিবেদক:: ২০২২ সালের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন অব ইউএসএ ইনক্ এর ভোটারদের মধ্যে।
আসছে আগামী ০৫ জুন ২০২২ইংরেজি এর নির্বাচনকে ঘিরে সংগঠনটির প্রায় ১২ শতাধিক ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা।কারা আসছেন নতুন নেতৃত্বে?
নির্বাচনেকে সুষ্ঠ ও সফল করার লক্ষে জালাল-রেনু পরিষদের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, বিগতদিন মানুষের কল্যাণে জালাল-রেনু পরিষদ ব্যাপক কাজ করেছে। জালাল-রেনু পরিষদ অবশ্যই প্রসংশার দাবী রাখে।
রবিবার (২২ মে) আমেরিকার অঙ্গরাজ্য নিউজার্সির পেটারসনে ওই নির্বাচনী সভায় রাজা মিয়া তালুকদারের সভাপতিত্বে ও আনোয়ারুল হক চৌধুরী পারেক এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সৈয়দ জুবায়ের আলী, মাওঃ সাইফুল আলম সিদ্দিকী, বর্তমান সভাপতি আশরাফ আহমদ ইকবাল, সভাপতি পদপ্রার্থী এনায়েত হোসেন জালাল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রেজাউল করিম রেনু, সংগঠনের সাবেক সভাপতি মোঃ আতিকুল হক শাহিন, প্রভাষক আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ), সোলাইমান চৌধুরী, আলমগীর কবির শামীম, সদস্য পদপ্রার্থী আব্দুল জব্বার সিদ্দিকী ও আব্দুল ওদুদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি পদপ্রার্থী আবু সুফিয়ান,বর্তমান কোষাধ্যক্ষ এম এন হক বকুল, সদস্য পদপ্রার্থী মোঃ এম ইসলাম জনি, শামীম আহমদ,নুরুল ইসলাম, শাহিন আহমদ তালুকদার, মোঃ আজাদ মিয়া, মোঃ রুবেল, মোঃ মাসুম আহমদ, দোয়েল চৌধুরী, মোঃ শামীম মিয়া, ইমরান হোসেনসহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত কুলাউড়ী বাংলাদেশীরা এ নির্বাচনী সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com