মৌলভীবাজার জেলা’র জুড়ী উপজেলা’র গোয়ালবাড়ী ইউ,পি’র জালালপুর গ্রামে আমি পারি, আমরা পারি, আমরা সবাই পারি এই স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করা “আমরা প্রবাসি জালালপুর” নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
নব-গঠিত “আমরা প্রবাসী জালালপুর” এর নব-নির্বাচিত সভাপতি হলেন হাজি খোকন মাহমুদ (সৌদি প্রবাসি), সিনিয়র সহ-সভাপতি মো আসুক আহমদ, সহ-সভাপতি, আঞ্জব আলী, মুহিবুর রহমান (ওমান) আব্দুল মালিক, জুবেল আহমদ, শাইব আলী (বাংলাদেশ), সাধারন সম্পাদক মোঃ আছাদুর রহমান (সংযুক্ত আরব আমিরাত, আবুধাবী), যুগ্ন সাধারন সম্পাদক তাজুল ইসলাম এপ্রিল(দুবাই), মোঃ আমির উদ্দীন মোঃ জসিম উদ্দীন(বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক মোঃ রোহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রইছ উদ্দিন, অর্থ-সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন,(বাংলাদেশ), সহ-অর্থ সম্পাদক হুছাম উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল আজিজ(কাতার), সহ-প্রচার সম্পাদক লুৎতফূর রহমান (অপু), সহ-প্রচার সম্পাদক মামুন আহমদ (বাংলাদেশ)।সম্মানিত সদস্য সামছুদ্দীন (ছমচ), হেলাল উদ্দিন, ওয়াহিদুর রহমান(আছিম), শফিক উদ্দিন, লিটন মিয়া বাবুল মিয়া, রোবেল আহমদ।
সংগঠনের নব-নির্বাচিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গনমাধ্যমকর্মি আছাদুর রহমান আছাদ(সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী) থেকে ফোন-আলাপে জানান, মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম একটি হচ্ছে চিকিৎসা, আমরা নিজ গ্রামে সেটা নিশ্চিত করতে চাই। আমরা নিজেদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করবো এলাকার সাধারণ মানুষদের সেবা প্রদানে।
সংগঠনের নব-নির্বাচিত প্রতিষ্ঠাতা সভাপতি হাজি খোকন মাহমুদ(সৌদি প্রবাসী) ফোনে জানান, অরাজনৈতিক এ-সংগঠনটি প্রবাসীদের অর্থায়নে পরিচালিত হবে।আমাদের প্রথম কাজই হচ্ছে সমাজের দরিদ্র জনগোষ্টির পাশে দাঁড়ানো।বিজ্ঞপ্তি
টুডেনিউজ/জাকির মনির/জুড়ী
Development by: webnewsdesign.com