মানসম্পন্ন পণ্য সুলভ মূল্যের প্রতিষ্ঠান ‘ক্রেস্ট বাজার’ নতুনত্বের ছোঁয়া নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব কুলাউড়া চৌমুহনীস্থ মনিহার ম্যানশনের (২য় তলায়) প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধনের লক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে যা পাবেন:: নিজস্ব মেশিনে স্বল্প মূল্যে যেকোনো ধরনের ক্রেস্ট, মেডেল, রিং মগ প্রিন্ট, চাবির রিং প্রিন্ট, টি শার্ট প্রিন্টসহ বিভিন্ন পণ্য। এছাড়াও পাওয়া যাবে যাবতীয় খেলাধুলার পুরষ্কার সামগ্রী।
যোগাযোগের ঠিকানাঃ ক্রেস্ট বাজার, মনিহার ম্যানশন (২য়তলা) চৌমুহনী, হাসপাতাল রোড, কুলাউড়া, মৌলভীবাজার।
প্রয়োজনে> মোবাইলঃ ০১৭৫৩-০৬৯৪৭১
বি:দ্রঃ আর্জেন্ট ক্রেস্ট তৈরী করা হয়। বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com