আগামীকাল কুলাউড়ায় ঘনঘন রেল দূর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন

রবিবার, ২১ জুলাই ২০১৯ | ১০:০৭ অপরাহ্ণ | 750

আগামীকাল কুলাউড়ায় ঘনঘন রেল দূর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন

আখাউড়া-সিলেট রেলপথের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটার সিগ্যানালের কাছে ২৪ ঘন্টা যেতে না যেতে শনিবার আবারো ট্রেন লাইনচ্যুত হয়েছে। সকালে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের মধ্যখানের ১টি বগীর চাকা লাইনচ্যুত হলে সিলেটের সাথে সাময়িকভাবে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেলওয়ে সুত্রে জানা যায়, সিলেট স্টেশন থেকে শনিবার সকাল সোয়া ৮টায় ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেন কুলাউড়া জংশন স্টেশনের আউটার সিগ্যানালের পয়েন্টের কাছে সকাল ৯ টা ৩০ মিনিটে ট্রেনের মধ্যখানের ঞ-বগীর চাকা লাইনচ্যুত হয়। পরে ট্রেনটি লাইনচ্যুত বগী নিয়ে ষ্টেশনের প্লাটফরমে প্রবেশ করে। ট্রেন দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত কুলাউড়া রেলওয়ে জংশনের উদ্ধারকারী দল হাইড্রোলিক ভ্যান নিয়ে ষ্টেশনে পৌছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারী দল দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে দূর্ঘটনা কবলিত বগীকে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে কুলাউড়া ষ্টেশনে ফেলে রেখে অবশিষ্ট যাত্রীবাহী বগীগুলো নিয়ে সকাল ১১ টায় ঢাকার উদ্দ্যেশে ট্রেনটি কুলাউড়া স্টেশন ত্যাগ করে। কালনী ট্রেন দূর্ঘটনার কারনে সাময়িকভাবে দেড় ঘন্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উভয় দিকের ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় শত শত যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হন।

উল্লেখ্য ১৯ জুলাই শুক্রবার দুপুর ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের মধ্যখানের ১টি বগীর ২টি চাকা কুলাউড়া জংশন স্টেশনের আউটার সিগ্যানালের কাছে লাইনচ্যুত হয়। মাসের ২২ জুন দিবাগত রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্ত:নগর উপবন এক্সপ্রেস কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের নিকটবর্তী বড়ছড়া ব্রিজে দুর্ঘটনায় পতিত হয়ে ট্রেনটির পেছনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে বড়ছড়া ব্রীজের ছড়ায় পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয় এবং শতাধিক যাত্রী আহত হন। এছাড়া  ৭ জুলাই সন্ধ্যা ৬ টায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সাথে কুলাউড়ার মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি গরুর সাথে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনের সম্মুখের ভ্যাকুয়াম পাইপ ফেটে যায়। ফলে মনু স্টেশন এলাকায় ট্রেনটি আটকা পড়ে। পরে ইঞ্জিনের ভ্যাকুয়াম পাইপ মেরামত করে সন্ধ্যা ৭ টায় ট্রেনটি মনু স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এতে প্রায় ১ ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় ট্রেনটির যাত্রীরা ভোগান্তির শিকার হন ।

এদিকে সিলেট রেলপথের কুলাউড়ায় ঘন ঘন রেল দুর্ঘটনার কারন উদঘাটন,দায়ীদের শাস্তি নিশ্চিতকরণ এবং আখাউড়া-সিলেট রেল লাইন দ্রুত সংস্কারের দাবীতে কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির উদ্দোগে সোমবার সকাল ১১ টায় কুলাউড়া রেল ষ্টেশন সম্মুখে এক মানববন্ধনের ডাক দেয়া হয়েছে। উক্ত মানববন্ধনে সকল পেশার লোকদের অংশ গ্রহন করার অনুরোধ জানিয়েছেন আয়োজক।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com