নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী নিয়ে ঘরে ঘরে ডুয়েট ছাত্রলীগের সম্পাদক বিনয় ব্যানার্জী

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ | ১২:২৮ অপরাহ্ণ | 752

নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী নিয়ে ঘরে ঘরে ডুয়েট ছাত্রলীগের সম্পাদক বিনয় ব্যানার্জী

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহবন্দী দিনমজুর শ্রমজীবি মানুষ অসহায় হয়ে পড়েছে।যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উপার্জনের অভাবে খাদ্য সংকটে নিম্ন আয়ের দুস্থ ও অসহায় চা-শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কৃতি-সন্তান ডুয়েট ছাত্রলীগের বিপ্লবী সফল সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী।

মেধাবী ছাত্রনেতা ডুয়েট ছাত্রলীগের বিপ্লবী সফল সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী নিজ অর্থায়নে ৩০-০৩-২০২০ইং সোমবার দিনব্যাপী সাগরনাল ইউনিয়নের মোকামবাড়ি বাজার, রত্না-চাবাগান, সাগরনাল চা-বাগান সহ আশপাশের মফস্বল এলাকার বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও সাবান শতাধিক দরিদ্র পরিবারের ঘরে ঘরে পৌছে দেন। শত ব্যস্ততার পরও নিজ এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে যোগাযোগ বিহীন পরিস্থিতি উপেক্ষা করে সুদূর ঢাকা থেকে এসে মহৎ উদ্যোগ নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী সহ পরিস্কার উপকরণ ঘরে ঘরে পৌছে দেওয়ায় সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ হচ্ছেন ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী।

ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী জানান, বাঙালি জাতির যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার ঐতিহাসিক ধারাকে অব্যাহত রেখে দেশব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ পরিবার এক যোগে সবার সামর্থের সবটুকু দিয়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং জনসচেতনতা সৃষ্টিতে ইতোমধ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে৷

তিনি আরোও জানান, এরই ধারাবাহিকতায় আমার নিজ উপজেলার মফস্বল এলাকার চা-বাগানে করোনা ভাইরাস মহামারি সংক্রমন সম্পর্কে সচেতনতামূলক দিক নির্দেশনা ও অসহায় চা-শ্রমিকদের মধ্যে আমার ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী সহ সাবান বিতরণ করি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com