কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিনের ঈদ শুভেচ্ছা

শুক্রবার, ১৪ মে ২০২১ | ১২:৫১ পূর্বাহ্ণ | 343

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিনের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুলাউড়া পৌরবাসীসহ সংলাপের পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া পৌরসভার মেয়র, সাপ্তাহিক সংলাপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

তিনি তার শুভেচ্ছা বার্তায় জানান পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। এবারও পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে এবারও ঈদ উদযাপন করতে হবে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনাভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত-বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর। সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলে পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ্ তায়ালার নিকট প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। তিনি ঈদুল ফিতরে পৌরবাসীসহ সকলের সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা  করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com