কুলাউড়ায় বিজ্ঞান শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | ৪:২২ অপরাহ্ণ | 179

কুলাউড়ায় বিজ্ঞান শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: ‘স্কুলই হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু’ এই স্লোগানকে সামনে রেখে মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষার উন্নয়নে কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো আজ ৭ নভেম্বর সোমবার।

বেসরকারি উন্নয়ন সংস্থা উই আর ফ্রেন্ডস ফর হিউম্যান (ওয়াফ) এর বাস্তবায়নে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার (ইউএএস) মো. শফিকুল ইসলাম। বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আহসান উদ্দিনের সভাপতিত্বে বেলা ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুরুতেই মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ওয়াফের কর্মকর্তা সাইফুদ্দিন সেলিম, আতিকুর রহমান। বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিজ্ঞান চর্চায় গঠিত বিজ্ঞান ক্লাবের উপর আলোচনা করেন ওয়াফের নির্বাহী পরিচালক ও টিলাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালিক, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী সোহাগ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজল উদ্দিন আহমদ, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহেদ আলী, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদ, টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর আলী, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুর রহমান, রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছালাহউদ্দিন আহমদ, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ আহমদ, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর গোস্বামী, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, ভোরের কাগজ ও উত্তরপূর্বের কুলাউড়া প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশীষ আচার্য, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এরশাদ উল্লাহ প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার উপর ভীতি কাটাতে চর্চার পাশাপাশি প্রকল্প তৈরিতে উৎসাহিত করে ব্যবহারিক ক্লাস ও বিজ্ঞান মেলার উপর বেশি গুরুত্ব আরোপ করেন।#

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com