বর্ষা মৌসুমে এটি দেখতে কিছুটা মিনি সাগরের মতোই মনে হয়। যেখানে শিশুগুলো খেলছে, সেখানে প্রচুর স্রোত, সাধারণ মানুষের দাঁড়িয়ে থাকা অনেকটা দুঃসাধ্য। হাওর পাড়ের এই শিশুগুলোর দুরন্তপনার কাছে এই স্রোতও যেন হার মানে। কিশোরগুলোর দুরন্তপনা মনে দুর্ঘটনার আশংঙ্কা তৈরি করলেও, দিয়েছে অনাবিল দুরন্তপনা উপভোগের অপার সুযোগ।
Development by: webnewsdesign.com