আপডেট

x


সিলেট শহরে নিঃস্ব সহায়ক সংস্থ’র নগদ অর্থ-সহ ত্রাণ সামগ্রী বিতরণ

শুক্রবার, ১৫ মে ২০২০ | ৯:১১ অপরাহ্ণ | 464

সিলেট শহরে নিঃস্ব সহায়ক সংস্থ’র নগদ অর্থ-সহ ত্রাণ সামগ্রী বিতরণ

এনজিও পরিচালিত নিঃস্ব সহায়ক সংস্থা এন.এস.এস এর উদ্যোগে ও কোবা ইউএসএ এর আর্থিক সহযোগিতায় বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে দূর্যোগপূর্ণ অবস্থায় সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় ৬৫টি পরিরারের মধ্যে বুধবার ত্রাণ এবং নগদ অর্থ বিতরন করা হয়েছে।

সিলেট শহরের আম্বরখানা, খাদিমপাড়া ও মজুমদারি এলাকায় প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রত্যেক পরিবারকে চাল,ডাল, পিয়াজ, তেল, আলু ও লবনসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ এবং পরিবার প্রতি নগদ ৫০০ টাকা প্রদান করা হয়।



ত্রাণ বিতরণকালে নিস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক ‘জামিল আহমদ চৌধুরী’ বলেন আমাদের উচিত অসহায় জনগণের খবরাখবর রাখা ও বিভিন্ন এনজিও সহ বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানো।

এছাড়া বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর ‘ফজলে মাওলা চৌধুরী, সদস্য আজিজুন্নেছা চৌধুরী। ত্রান বিতরনে সহায়তা করেন সংস্থার সদস্য প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন, ফাহিম আহমদ চৌধুরী, গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com