সিলেট জেলা সম্মেলনকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে আ’লীগের মিছিল-সভা

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯ | ২:১৩ অপরাহ্ণ | 623

সিলেট জেলা সম্মেলনকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে আ’লীগের মিছিল-সভা

সিলেট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভা স্থলে এসে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তাই আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত থাকলে মানুষ নিজেদের প্রাপ্য অধিকার পান। সেজন্য বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদেরকে বিজয়ী করে বার বার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে প্রধানমন্ত্রী নির্বাচিত করছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী। স্বাগত মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আবদুল আজিজ সুমন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, আনোয়ার আলী, ফজর আলী মেম্বার, রফিক হাসান মেম্বার, নিজাম উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা চেরাগ আলী, আওয়ামী লীগ নেতা সুলতান আহমদ, ফজলুর রহমান শিপন, আবুল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, যুবলীগ নেতা আবদুল হক, আবদুর রউফ, মনোহর হোসেন মুন্না, গিয়াস উদ্দিন, মুহিবুর রহমান সুইট, আসাদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগেরর তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, প্রচার সম্পাদক সিজিল মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা রফিক মিয়া, মাহফুজুর রহমান দুলু, নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা শাহ আরব আলী, কামরুল ইসলাম, মারুফ আহমদ, সুয়া আল-হাসান, মিয়াদ আহমদ, রিপন মিয়া, কয়েছ মিয়া প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিশ্বনাথে সাংবাদিকদের সাথে বিদায়ী এসিল্যান্ডের মতবিনিময় বিশ্বনাথ প্রতিনিধি সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদস্থ হওয়া বিশ্বনাথের বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা। সোমবার বিকেলে উপজেলা সদরস্থ তার নিজ কার্যালয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি তা ভবিষ্যৎ সফলতার জন্য স্থানীয় সাংবাদিকসহ উপজেলাবাসীর কাছে দোয়া কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সদস্য মাশুক নাঈম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, কামাল মুন্না, আক্তার আহমদ শাহেদ প্রমুখ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com