কুলাউড়ার বরমচাল স্টেশন সংলগ্ন এলাকায় রবিবার রাতে ট্রেন দুর্ঘটনায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (২৪ জুন) ভোর ৬টা থেকে শুরু হয়েছে দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার ও লাইনের মেরামত কাজ।
এ কাজ শেষ করে সোমবার বিকাল ৫টার মধ্যে সিলেটের রেল যোগাযোগ চালুর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন।
সোমবার সকালে কুলাউড়ায় এসে রেলসচিব এ কথা বলেন। এরপর সকাল ৯টার দিকে কুলাউড়া থেকে রেলসচিব মোহাম্মদ মোফাজ্জেল হোসেন, রেলের মহাপরিচালক মো. রফিকুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |
Development by: webnewsdesign.com