শোকের মাস আগস্টের প্রথম প্রহরে কুলাউড়া উপজেলা যুবলীগ মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
(৩১ জুলাই) বুধবার রাত ১২টা ০১ মিনিটে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে কুলাউড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুবলীগ উদ্যোগে প্রথমে মোমবাতি প্রজ্বলন করেন। এরপর তারা বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও যুবলীগের নেতাকর্মী বান্ধব সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা সদস্য সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো আব্দুল মতিন ।
উপজেলা আ,লীগের যুব বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আ,লীগের সদস্য পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, উপজলা আওয়ামীলীগের সহ সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু,দফতর সম্পাদক আধ্যাপক সি এম জয়নাল আবেদীন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জেলা যুবলীগের সদস্য বদরুল ইসলাম বদর, পৌর আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মনি, যুবলীগ নেতা গোলাম মস্তফা বাবুল ,উছমান খান ফয়েজ , আব্দুল হাই শামীম, ইছরাব আলী ইছই, রকিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজের প্রস্তাবের ভিত্তিতে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেন উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্বা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, ১৫ আগস্টের কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিভাবে নৃশংসভাবে সপরিবারে হত্যা করেছিল স্বাধীনতা বিরোধী চক্র,সেই শোকাবহ ঘটনার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আহবান জানান।
Development by: webnewsdesign.com