মৌলভীবাজারের বড়লেখায় চা বাগানে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শাশুড়িসহ পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। তবে এলাকাটি দুর্গম হওয়ায় নিহতদের নাম-পরিচয়সহ বিস্তারিত এখনো জানা যায়নি।
রবিবার ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লারতল চা বাগানে এই ঘটনা ঘটে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন পাঁচজন নিহতের খবর নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত জানাতে পারেনি। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
তবে সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। ওই্ ব্যক্তি মাতাল অবস্থায় চারজনকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন।
Development by: webnewsdesign.com