নিজস্ব প্রতিবেদক:: সিলেটের এক ঝাঁক অনলাইন গণমাধ্যমকর্মীদের অন্যতম একটি সক্রিয় সংগঠন অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটি।
দিন বদলের হাওয়ায়, সাংবাদিকতা এখন অনলাইনে স্লোগানে ২০১৫ সালের আগস্টে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী কার্যক্রম।নতুন সংবাদকর্মীদের নিয়ে সাংবাদিক কর্মশালা, শীতার্থদের গরমের উষ্ণতা দিতে বস্ত্র, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, করোনা মহামারিতে কর্মহীনদের ঘরে ঘরে রাতের অন্ধকারে খাদ্য সামগ্রী নিয়ে ছুঁটে যাওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনাসহ নানা কর্মসূচী নিয়ে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ৬ষ্ঠ বর্ষ বরণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সার্কিট হাউজের সামনে ২০০জন ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিলেট জেলা পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম।
বিকেল ৪টায় সিলেটস্থ সুবিদবাজার এক্সেল টাওয়ারের একটি হল রুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমনের প্রাণবন্ত সঞ্চালনায় সভার শুরুতে সংগঠনের বিগতদিনের কর্মসূচি তুলে ধরা হয়।
বর্ষবরণের আলোচনা সভায় ডেইলি বিডি নিউজের সম্পাদক ও সংগঠনের সভাপতি ফারহানা বেগম হেনা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি, দৈনিক বর্তমান পত্রিকার বুরো চিপ রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ট্রাইবুনাল পত্রিকার বুরো চিপ মোসাদ্দেক সাজুল, বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, সাপ্তাহিক মনোকুল পত্রিকার সম্পাদক মোস্তাক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, ব্যাংকার গবেষক মোস্তাক আহমেদ চৌধুরী, সাংবাদিক আবুল কালাম আজাদ, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সহ- সভাপতি এম এ ওয়াহিদ চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জের ডাক সম্পাদক রায়হান আহমদ, দৈনিক আমার সংবাদের কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক এইচ. ডি. রুবেল, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সহ-সভাপতি রবিউল আউয়াল মিন্টু, সিপি-এ কুলাউড়ার কোষাধ্যক্ষ মোহাম্মদ কাওছার হোসাইন বাবলু, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সহ-সম্পাদক হাবিবুর রহমান সুজন, দপ্তর সম্পাদক রেদওয়ান হোসাইন, সাংবাদিক সিরাজুল আলম রিপন, ডি এ তায়েব ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সভাপতি এনামুল ইসলাম, যুব সংগঠক আফিক আহমদ অভিনেতা ইমতিয়াজ কামরান তালুকদার, সিলেট আলোকিত যুব কল্যান সংস্থার সভাপতি শারমিন কবির, সাংবাদিক আলমগীর আলম, হাফিজ আহমদ সুজন, কবি এম. ইমরান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য ৫ম বর্ষপূর্তির শেষ কর্মসূচি হিসেবে শুরু হয় কুইজ প্রতিযোগীতা। এর মধ্যে প্রথম লটারিতে ৩য়স্থান অর্জন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমন, ৩য়স্থান অর্জন করেন সহ-সম্পাদক হাবিবুর রহমান সুজন ও ১ম স্থান পেয়ে বিজয়ী হয় মোহাম্মদ কাওছার হোসাইন বাবলু। এছাড়া বর্ষবরণের কেক কাটার পূর্বে করোনা মহামারিতে মানুষের পাশে থাকার জন্য সিলেটের নারী সংগঠক সমাজকর্মী শারমিন কবির কে সংবর্ধনা স্বারক তুলে দেওয়া হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |
Development by: webnewsdesign.com