মঙ্গলবার, ১৫ জুন ২০২১ |
৮:৫২ অপরাহ্ণ | 297
নিজস্ব প্রতিবেদক:: দিনে দুপুরে কুলাউড়া হাসপাতালের গেইট থেকে পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত এক স্টাফের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে থেকে গতকাল সোমবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে কর্মরত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইউএফপিএ নিলেন্দু চন্দ্র দে (৪১) এর ব্যবহৃত Hero Splendor Plus 100cc এর মোটর সাইকেলটি চুরি হয়ে গেছে। সাইকেলটির রেজিঃ নম্বর, মৌলভীবাজার-হ ১২-৫৩৭৫।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ইউএফপিএ নিলেন্দু চন্দ্র দে জানান এ বিষয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং৭১৬) করা হয়েছে।যদি কোনো সুহৃদবান ব্যাক্তির মোটরসাইকেলটি চোখে পড়ে থাকে তাহলে নিম্নোক্ত মোবাইল নাম্বাব বা কুলাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। মোবাইল – ০১৭২৬-৬৫৭৯৫২