তোমার সাহস কী করে হয় আমার নাম ব্যবহার করার: সাবেক প্রেমিককে নেহা

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২:৪৬ অপরাহ্ণ | 497

তোমার সাহস কী করে হয় আমার নাম ব্যবহার করার: সাবেক প্রেমিককে নেহা

ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর বছরজুড়েই খবরের শিরোনামে থাকেন। এবার সাবেক প্রেমিক অভিনেতা হিমাংশ কোহলির কথায় খুব চটেছেন নেহা। শুধু তাই নয় পরিবারের সদস্যদের কুকীর্তি ফাঁস করার হুমকিও দিয়েছেন গায়িকা।

হিমাংশ-নেহা গভীর প্রেমে হাবুডুবু খেয়েছেন। বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নেহা। অন্যদিকে বিষয়টি নিয়ে চুপচাপই ছিলেন হিমাংশ।



সম্প্রতি হিমাংশ কোহলি বলেন, নেহা নিজের ইচ্ছাতেই সম্পর্ক শেষ করে দিয়েছে। কিন্তু আমার এ কথা কেউ শুনছেন না। সবাই আমাকে ভুল বুঝছেন।

এমন কথা শুনে নেহা বলেন, আমার নাম ব্যবহার করে কেউ যেন জনপ্রিয় হওয়ার চেষ্টা না করে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি এবং যে ভালো করবে তার সঙ্গে ভালো কিছুই ঘটবে।

নেহা কাক্কর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমি মুখ খুলি… আমি তোমার মা-বাবা ও বোনের কর্মকাণ্ড ফাঁস করে দেবো। তারা আমাকে কী বলেছেন আমার সবকিছু মনে আছে। তোমার সাহস কী করে হয় আমার নাম ব্যবহার করার। আমার কাছ থেকে দূরে থাকো।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com