আপডেট

x

কুলাউড়া বিএনপির সাথে ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত

শনিবার, ২৪ আগস্ট ২০১৯ | ১০:৪১ অপরাহ্ণ | 348

কুলাউড়া বিএনপির সাথে ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে উপজেলার ১৩ ইউনিয়নের বিএনপির সভাপতি-সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।

শনিবার (২৪ আগস্ট) বিকালে পৌর শহরের স্টেশন চৌমুহনায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ সভাপতি এ্যাডভোকেট আবেদ রাজা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, এখন আর ঘরে বসে থাকলে হবে না, আন্দোলন করে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বিএনপি নেতা জয়নাল আবেদিন খাঁন, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী জুনাব আলী, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি তারু খান, জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান, ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান সিদ্দিক, পৃথিমপাশা ইউনিয়ন সভাপতি আব্দুন নুর, বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি আনার উদ্দিন, কর্মধা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মন্নান, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমদ পান্না, কুলাউড়া সদর ইউনিয়নের বিএনপির সভাপতি আনকার আলী, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মোশাহিদ, বিএনপি নেতা আবু নায়েম মিছবাহ, আব্দুল মুক্তাদির সহ বিএনপি নেতৃবৃন্দ।

সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দীর্ঘ দেড় দশক পর কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলের পর নবনির্বাচিত কমিটির সাথে ইউনিয়ন বিএনপির নেতাদের সাথে এই প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com