নিজস্ব প্রতিবেদক: কুলাউড়া উপজেলায় প্রতিবন্ধি পাখি বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হীঙ্গাজিয়া গ্রামে ওই গৃহবধূর স্বামীর বাড়ীর একটি কক্ষে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়। পাখি বেগম হিঙ্গাজিয়া গ্রামের হাসান মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, বছর তিনয়েক আগে কুলাউড়া পৌরসভার দানাপুর এলাকার মস্তফা মিয়ার মেয়ে পাখি বেগমের সঙ্গে হিঙ্গাজিয়া গ্রামের হাসানের বিয়ে হয়।
সোমবার সকালে স্বামীর বাড়ির একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
পাখি বেগমের বড় ভাই গোলাপ মিয়া জানান, প্রায় তিন বছর আগে আমারে বোনের সাথে বিয়ে হয় হাসানের। শারিরিকভাবে আমার বোন প্রতিবন্ধি। কিছুদিন থেকে তাদের মধ্যে সাংসারিক ঝগড়া চলছিল। তবে তাঁর দাবী পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে কি কারণে আত্মহত্যা করেছে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
Development by: webnewsdesign.com