আপডেট

x

কুলাউড়ায় নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | ৪:৩২ অপরাহ্ণ | 147

কুলাউড়ায় নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:: নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশের ১ম প্রতিষ্ঠাতা বার্ষিকী ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

গেল রবিবার (০১ জানুয়ারি) দুপুর ২ ঘটিকার সময় কুলাউড়া পৌর মিলনায়তন হল রুমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কে এম. মইনুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করে আব্দুল মোবিন জিহাদী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউ.এস.এ ইনক্ এর সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ মাওঃ সাইদুল ইসলাম কুতুব, উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম মামুন, সামছু উদ্দিন বাবু, এনআরবিসি ব্যাংক কুলাউড়ার ব্যবস্থাপক ও পরিচালক এম. আতিকুল ইসলাম মানিক, সিনিয়র সেচ্ছাসেবী ও সমাজ সেবক মোঃ ইব্রাহীম আলী প্রমুখ।

এ-সময় সবোর্চ্চ রক্তদাতা ৫৭ তম রক্তদাতা মো আব্দুল মুহিত ( O+), ৫৪ তম রক্তদাতা মিঠুন দাশ (AB+), ৫৩ তম রক্তদাতা এম. টি সাঈদুর রহমান চৌধুরী (B+), ৪৯ রক্তদাতা সুমন ভর (O+), ৪৮ তম রক্তদাতা শিবু দাশ রায় (A+), ৪৪ তম রক্তদাতা জ্যোতির্ময় দাশ (রিপন) (A+), ৪০ তম রক্তদাতা শামীম আহমেদ (A+), ৩৮ তম রক্তদাতা আইয়ুব আলী (B+), ৩৫ তম রক্তদাতা সুজন আহমেদ (B+), ৫১ তম তম রক্তদাতা এইচ ডি রুবেল (A+) হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অজুদুর রহমান টিপু, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, কুলাউড়া উপজেলা শাখা সভাপতি আবু নছর খালেদ, কুলাউড়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক মাওঃ রুমন আহমদ, রাজনগর উপজেলা শাখা সাধারণ সম্পাদক হাসন আহমেদ, জুড়ী উপজেলা শাখা সভাপতি মোঃ ময়নুল ইসলাম, ইবাদ আহমদ, আবু নছর খালেদ, আব্দুর রহিম, ইমরান আহমেদ পিয়ারুল,জাকির হোসেন, রুনিয়া সুলতানা রুনা প্রমুখ। বিজ্ঞপ্তি

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com