নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া:: কুলাউড়ার সামাজিক সংগঠন “অভিলক্ষ্য (ব্ল্যাকস্টার)” এর এক যুগ (১২ বছর) পূর্তি উদযাপন করা হয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে এক যুগ পূর্তি কেক কাটার মাধ্যমে উদযাপনের করা হয়। উক্ত অনুষ্ঠানে অভিলক্ষ্যের সদস্যবৃন্দসহ কুলাউড়ার অন্যান্য সংগঠন প্লাটুন টুয়েলভ, আলোর পাঠশালা, লাল-সবুজ উন্নয়ন সংঘ, প্রয়াস, নবারূণ, বর্ণমালা, সোশ্যাল কেয়ার অব নেশন’র পাশপাশি কুলাউড়ার জনপ্রিয় ব্যান্ড দল ক্রুন বয়েজ এর কর্তাব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com