নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর ১৮তম কার্য্যকরী কমিটি গঠনের লক্ষ্যে গেল (১৭ মে) এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উদীচী কুলাউড়ার বর্তমান সভাপতি অধ্যক্ষ ফজলুল হক কে সভাপতি ও নির্মাল্য মিত্র সুমন সাধারণ সম্পাদক হিসেবে পুণরায় নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
বুধবার বিকেল ৩টায় কুলাউড়া পৌরসভার মিলনায়তনে আয়োজিত সম্মেলনে উদীচী কুলাউড়ার সভাপতি অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মকবুল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা উদীচীর সভাপতি এডভোকেট মিজানুর রহমান টিপু, কেন্দ্রীয় কমিটি’র সদস্য উদীচীর সাবেক সভাপতি ডাক্টর রজত কান্তি ভট্টাচার্য, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল , উদীচীর সহ-সভাপতি সৈয়দা লতিফা ইসলাম, অমলেন্দু চক্রবর্তী বিপুল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, প্রভাষক মাজহারুল ইসলাম, কৃপাময় শেন, ব্যাংকার এনাম উদ্দিন, প্রভাষক আব্দুল খালিক, প্রিয় বাংলার সম্পাদক ও উদীচী সদস্য নাজমুল বারী সোহেল, উদীচীর সহ-সাধারণ সম্পাদক নান্টু দাস, উদীচির সদস্য দিলিপ ঘুষ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শোকবার্তা পড়ে শুনান সংগঠনের সদস্য অনিরুদ্ধ রায় চন্দন। এসময় উপস্থিত ছিলেন উদীচীর সকল সদস্য শিল্পী ও কলাকৌশলীবৃন্দ।
উল্লেখ্য অনুষ্ঠানের সভাপতি সাবেক কমিটি বিলুপ্ত করেন । পরে ২১ সদস্য বিশিষ্ট ২বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা দেন সংগঠনের উপদেষ্টা কমিউনিস্ট নেতা খন্দকার লুৎফর রহমান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com