কাজকে খুব ভালবাসেন আদমপুরের দুরুদ মিয়া

সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ | ৪:৩১ অপরাহ্ণ | 624

কাজকে খুব ভালবাসেন আদমপুরের দুরুদ মিয়া

রবিবার স্থানীয় পুর্ব জালাল পুর এলাকায় প্রতিষ্টিত একটা চা’য়ের দোকানে চা খেতে গিয়ে এমন ঘটনা প্রত্যক্ষ করি। পুর্ব জালালপুর এলাকায় বসবাসরত সদ্য ওমান থেকে দেশে ছুটিতে আসা এই যুবকের ঘটনা চোখে পড়লো।

তিন মাস ছুটিতে দেশে এসে বেকার সময় কিংবা ঘুরাঘুরি করতে তার কোনো ধরনের আকাঙ্খা নেই। সেই চিন্তা থেকেই তিনি সকাল সন্ধ্যা নিজ প্রতিষ্ঠিত দোকানে চা বিক্রি করেন। উনার থেকে কাজের প্রতি ভালবাসার শিক্ষা নিতে পারে বর্তমান তরুণ প্রজন্ম। তিনি বলেন দৈনিক তিনশত কাপ চা বিক্রির মাধ্যমে তার ছুটির পুরো সময়টা কাজে লাগাতে চান।

 

পারিবারিকভাবে খুব সচ্ছল পরিবারে তিনি বেড়ে উঠেননি নি। যার ধরুন দূর প্রবাসে গত তিন বছর যাবত নিজের পরিবারের ভাগ্য উন্নয়নের দায়িত্ব পালন করেন। দুরুদ প্রতিটি পরিবারে হয়ে উঠুক। হাজার হাজার বেকার যুবক দুরুদের মতো হোক। কাজকে ভালবাসুক, সবাই কাজ করুক।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com