পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এহসান আহমেদ টিপু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদে সকলের জীবনে সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর সমাজ গড়ে তুলার আহবান জানান।
তিনি আরো বলেন বৈশ্বিক করোনা পরিস্থিতি মানুষের জীবনমানের উলোটপালোট করে দিয়েছে। মরণব্যাধী এই ভাইরাসে কারনে আমরা প্রত্যেকে ঘরবন্দী। প্রত্যেকের ঘরে নিরব অভাব থাকার পরও বেঁচে থাকার জন্য আরো কিছু দিন ঘরে থাকার আহবান জানান।
তিনি আরো বলেন-জীবনের প্রথম দেখেছি গোটা পৃথিবী অঘোষিত হরতাল,লকডাউন । আমাদের বাংলাদেশ ও। তাই প্রত্যেকের উচিত হবে মহামারী করোনার কারণে রাষ্ট্রীয় সকল বিধি নিষেধ মেনে ঈদ উদযাপন করা ।
ঈদে গণজমায়েত এড়িয়ে চলা। প্রয়োজনে ঘরেই নামাজ আদায় করা। এই বিষয়ে আলেম ওলামাদের সুনির্দিষ্ট ফতোয়া রয়েছে এবং আমাদের পবিত্র হেরাম শরীফের অবস্থা ও দৃষ্টান্ত হতে পারে। সুতারং ঈদে কুলাকুলি, দাওয়াত খাওয়া সহ সকল গণজমায়েত বর্জন করি।
ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিজে সচেতন হউন, অন্য কে সচেতন করুন। নিজে বাচু অন্যকেও বাঁচতে সুযোগ দিন।বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com