আপডেট

x


ইউ,এ,ই’তে জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল হাজিজের সাথে মতবিনিময়

বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯ | ৬:৩৫ অপরাহ্ণ | 762

ইউ,এ,ই’তে জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল হাজিজের সাথে মতবিনিময়

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৯ ঘটিকায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী’র প্রাণ-কেন্দ্র’স্থ স্থানীয় আল-জাফরী হোটেলের হলরুমে “সিলেট বিভাগ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ” সংযুক্ত আরব আমিরাত এর আবুধাবী শাখার আয়োজনে ইউ,এ,ই’তে সংক্ষিপ্ত সফর’ত মৌলভীবাজার জেলা বি.এন.পি’র সহ- সভাপতি ও বড়লেখা উপজেলা বি.এন.পি’র সংগ্রামী সফল সভাপতি আব্দুল হাফিজ এর সাথে প্রবাসী জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের সাথে “মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগ জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সহ- সভাপতি বাবলু আহমদ এর সভাপতিত্বে এবং আসাদুর রহমান আসাদ ও জায়েদ আহমদ এর যৌর্থ প্রাণবন্ত সঞ্চালনায় অনুৃষ্ঠিত সভায় মতবিনিময় সভায় সম্মানীত অতিথি হিসাবে উপস্তিত ছিলেন UAE -সারজাহ-জেদ বি. এন.পি’র সভাপতি কদ্দুছ খা মজনু, আবুধাবী বি.এন.পি’র যুগ্ন-সাধারন সম্পাদক সাজিূুদুর রহমান সাচ্চু, সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদেরর সাধারণ সম্পাদক আব্দুল হালিম, জেদ বি.এন.পি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, মনোহর আলী, শাহ-আলম, আশোকা উদ্দীন, জহির উদ্দীন, আব্দুল কায়ুইম, কমিউনিটি নেতা মুজিবুর রহমান মুজিব, শাওন আহমদ, আব্দুল হান্নান, মোতাহের হুসেন সহ আবুধাবী বি.এন.পি’র নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আবুধাবী নেতৃবৃন্দ।



মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি আব্দুল হাফিজ দেশ ও প্রবাসের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।ধৈর্য ধরে অবৈধ সরকার-কে প্রতিহত করতে হবে এবং দেশনেত্রীর মুক্তিআন্দোলন জোরদার সহ দেশে নিযাতিত নেতাকর্মীদের পাশে দাড়ানোর অনুরোধ জানান তিনি।অবৈধ আওয়ামী লীগ সরকারের দূর্নীতি, রাজহানি, ধষন, চুরি লোটপাট সাধারণ মানুষের কাছে উপস্থাপন করলে অবৈধ শেখ হাসিনা সরকারের ধংস হবে নিশ্চিত বলে জানান।

প্রবাসে হাজারো কষ্টের মাঝেও জাতীয়তাবাদি দলের রাজনীতিকে চাঙ্গা রাখতে তাদের ভূমিকার ভূঁয়সি প্রশংসা করেন মতবিনিময় সভায় আগত অতিথিরা এবং সেই সাথে প্রবাসীদের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। সংবর্ধিত বিএনপি নেতা দেশের রাজনীতিতে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা দিয়ে পাশে থাকবেন বলে জানান।

প্রবাসের শত ব্যস্ততার পরও এরকম একটি মুগ্ধকর মতবিনিময় সভার আয়োজন করায় আয়োজক পরিবার-কে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন সংবর্ধিত অতিথি সহ অন্যঅন্য অতিথিরা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com