সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে: পরিবেশ মন্ত্রী

রবিবার, ১৩ অক্টোবর ২০১৯ | ৫:১০ অপরাহ্ণ | 320

সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে: পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ুপরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এজন্য দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ সকল ক্ষেত্রে বিশ্বের কাছে উন্নয়নের রুল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই তা সম্ভব হয়েছে।

পরিবেশ মন্ত্রী শনিবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ১১০ জন চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৭৮ জনের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।



উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

স্বাগত বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল্লাহ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক, নারীশিক্ষা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com