আগামী ২৭ জুলাই সিলেট জেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এজন্য চলছে প্রস্তুতিও। নেতৃত্ব লাভে লবিং-তদবিরের পাশাপাশি চলছে প্যানেল গঠনের কাজও। তবে এরই মধ্যে সম্মেলনকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে জেলা যুবলীগের শীর্ষ পদপ্রত্যাশী দুই নেতার অনুসারীরা।
মঙ্গলবার সন্ধ্যায় শহরতলীর শাহপরাণ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গত ৩০ জুন সিলেট জেলা যুবলীগের বর্ধিত সভায় যোগ দেয়া নিয়ে এ সংঘর্ষে জড়ান খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা অ্যাডভোকেট আফছর আহমদ ও জাহাঙ্গীর আলমের অনুসারীরা। অ্যাডভোকেট আফছর এবং জাহাঙ্গীর দুজনেই সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।
ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশসহ তিনজন আহত হয়েছে। এছাড়াও তিনটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়েছে।
জানা গেছে, গত ৩০ জুন সিলেট জেলা যুবলীগের বর্ধিত সভায় যোগ দেয়া নিয়ে অ্যাডভোকেট আফছরের অনুসারী এক কর্মীর উপর হামলা চালায় জাহাঙ্গীর আলমের অনুসারীরা। এর প্রতিবাদে মঙ্গলবার (২ জুলাই) বিকেলে শাহপরাণ বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করে অ্যাডভোকেট আফছর বলয়ের নেতাকর্মীরা। মিছিল শেষে সেখানেই সংঘর্ষের সূত্রপাত হয়। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা জুড়ে আতংকের সৃষ্টি হয়। সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছালেও একসময় শাহপরাণ (র.) থানা পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। এসময় খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ অফিসে হামলা-ভাংচুর করা হয়।
সংঘর্ষের ঘটনায় অ্যাডভোকেট আফছর আহমদের ভাতিজা তাজির গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com