মৌলভীবাজারের বড়লেখায় শরীফা বেগম (৪৬) নামে চার সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউপির উত্তর চান্দ্রগ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শরীফা বেগম উত্তর চান্দ্রগ্রাম এলাকার রমিজ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার দিবাগত রাতের যেকোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার এসআই মিন্টু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সন্ধ্যায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শরীফা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপার থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com