বড়লেখা থানাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিনের পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেলেন সুজাউল গ্রামের মৃত মন্তাজ আলীর কলেজ পড়ুয়া ছেলে তাহের আহমদ (১৭)। গত (০৬ অক্টোবর) মোবাইল ফোন সেট (samsung A30 ) হারিয়ে যায়।
প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে বড়লেখা উপজেলার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ মহিন উদ্দিন উদ্ধার করে মোবাইল ফোনটি। গত শুক্রবার (১১ অক্টোব) প্রকৃত মালিকের হাতে মোবাইলটি তুলে দেয়া হয়।
Development by: webnewsdesign.com