ফ্রান্স ন্যাশনাল স্কাউট জাম্বুরীতে অংশ নিতে ফ্রান্স যাচ্ছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের দুই কৃতি স্কাউটার্স হাজেরা ফয়েজ (৮ম শ্রেণী) ও মাহযাবিন আশরাফ মোহনা (৭ম শ্রেণী)।
আগামী ২২ জুলাই থেকে ২৬ জুলাই পাঁচ দিনব্যাপী ফ্রান্স ন্যাশনাল স্কাউট জাম্বুরীতে বাংলাদেশের পতাকা বহন করবেন ১৩ জন স্কাউট ও ৩ জন স্কাউটার্স।
এরমধ্যে সিলেট বিভাগ থেকে রয়েছেন রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের এই দুই কৃতি স্কাউটার্স।
আগামী ২০ জুলাই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফ্রান্সের উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করবেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্রান্স ন্যাশনাল স্কাউট জাম্বুরী এ আমাদের প্রতিষ্ঠানের দুই স্কাউটার্স অংশগ্রহণ করছে। তাদের অংশগ্রহণে আমরা গর্বিত।
সৌজন্যে : সিলেট ভিউ
Development by: webnewsdesign.com