কুলাউড়া উপজেলা স্বেচ্ছা সেবকলীগের নতুন অনুমোদিত কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগ ও জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। গতকাল (২৩ নভেম্বর) বিকাল ৪ টায় কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চৌমুহীতে এসে সংক্ষিপ্ত পথসভায় উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এনামুল হক মিফতা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসান আহমেদ টিপু নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের নেত্রী দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শেখানো পথে থেকে রাজনীতি করতে চাই এবং প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করতে আমরা স্বেচ্ছা সেবক লীগ সর্বদা প্রস্তুত। উনার নির্দেশে নেত্রীর সহযাত্রী হয়ে কাজ করতেই দায়িত্ব নিয়েছি। তাই আপনাদের সকলের সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। আমরা কৃতজ্ঞতা জানাই জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি নজমুল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বিকে।
এসময় উপস্থিত ছিলেন- পৌর যুবলীগের আহবায়ক শাহীন আহমদ, ১২২৩ কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক রাজুম আলী, যুবলীগ নেতা গোলজার হোসেন উজ্জল, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ ও সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবুসহ আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নজমুল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কুলাউড়া উপজেলার নতুন কমিটির সভাপতি এনামুল হক মিফতা ও সাধারণ সম্পাদক এহসান আহমেদ টিপু।
Development by: webnewsdesign.com