কুলাউড়ার মার্কেটগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই

কুলাউড়ায় শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

মঙ্গলবার, ০৪ জুন ২০১৯ | ৩:০৫ অপরাহ্ণ | 1065

কুলাউড়ায় শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আর মাত্র কয়েকদিন পরেই আসছে সকল ধর্ম প্রাণ মুসলমানদের অনেক আকাঙ্খিত ধমর্মীয় মহা উৎসব ঈদুল ফিতর। তাই সারাদেশে এখন চলেছ শেষ সময়ের কেনাকাটা। কুলাউড়ার মার্কেটগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই।

সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ক্রেতাদের উপচেপড়া ভিড় ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতে।  সোমবার (৪জুন) মৌলভীবাজারের কুলাউড়ার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ঈদের পোশাকসহ প্রয়োজনীয় নানা সামগ্রী কিনতে ব্যস্ত ক্রেতারা। দম ফেলানোর যেন সময় পাচ্ছেন না বিক্রেতারা।

বরাবরের মত এবারও ছেলেদের পছন্দের শীর্ষে রয়েছে পাঞ্জাবি। তরুণ ও প্রবীণসহ সব বয়সের পুরুষের পছন্দের তালিকায় পাঞ্জাবি আছেই। এবারের ঈদে পাঞ্জাবির ডিজাইন, রং ও কাপড়ে ব্যাপক পরিবর্তন এসেছে বলে জানান বিক্রেতারা।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com