হবিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | ১১:৫৪ অপরাহ্ণ | 56

হবিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। শনিবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সালাউদ্দিনের দেড় বছরের মেয়ে জান্নাত আক্তার ও তার ভাই মহিউদ্দিনের চার বছরের ছেলে ইয়াসিন আহমেদ বাড়ির পাশে পুকুরের কাছে খেলাধুলা করছিল। এ সময় তারা খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায় পুকুরে জান্নাত ও ইয়াসিনকে ভাসতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মাজহার হোসেন নাহিদ তাদেরকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com