সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনঃ গ্রেফতার ৬

রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | ১১:৫০ অপরাহ্ণ | 30

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনঃ গ্রেফতার ৬

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

গোলাপগঞ্জে সুরমা নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬ জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।



রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে সুরমা নদীর পাড় থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,রোববার রাত সাড়ে ৩টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে সুরমা নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে।এসময় আরও ২/৩ জন পালিয়ে যায়।অভিযানে ভলগেট,ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট বালু জব্দ করা হয়।

এঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুৎফুর রহমান বাদি হয়ে ৬ জনের নামোল্লেখ ও ২/৩ জনকে অজ্ঞাত রেখে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৫,তারিখ ১৮/০৯/২২) দায়ের করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামিদের গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com